যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমনটি ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সাবর্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে।
বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বন্দরবাজার এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের ২য় তোলায় হঠাৎ ধোয়া উড়তে দেখেন কর্তব্যরতরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।