• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে : অধ্যাপক ডা. জিয়াউদ্দিন

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৩
মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে : অধ্যাপক ডা. জিয়াউদ্দিন

সিলেট জেলা প্রেসক্লাবে ডা. জিয়ার শুভেচ্ছা বিনিময়
যুক্তরাষ্ট্রের এলিস আইল্যান্ড মেডেল অব অনার অ্যাওয়ার্ডপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি, সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, শহীদসন্তান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, বাঙালিকে এক করার মুলমন্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে দেশে-বিদেশে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা গেলে বাংলাদেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। দেশে কোন দুর্যোগ-দুঃসময় আসলে বর্হিবিশ্বে বাঙালিরা এক হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ান। মুক্তিযুদ্ধের স্প্রিটের কারণেই এটা সম্ভব হয়। দেশপ্রেমিক জাতি গঠন করতে হলে আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ উত্তরাধিকার ছাড়া কাঙ্খিত বাংলাদেশ গঠন সম্ভব নয়।
গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলা প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।
ক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্ণেল (অব.) আবদুস সালাম বীর প্রতীক ও কিডনি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ফরিদা নাসরিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসিন ও অপূর্ব শর্মা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠু দাস জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, দপ্তর সম্পাদক আবদুল আহাদ, সাবেক সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমেদ, কার্যনির্বাহী সদস্য শাহীন আহমদ, ক্লাব সদস্য আহমেদ জামিল, মৃণাল কান্তি দাস, রেজাউল হক ডালিম, ফয়জুল আহমদ, পল্লব ভট্টাচার্য্য, জয়ন্ত কুমার দাস ও শহিদুল ইসলাম সবুজ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন