• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মাহমুদ হোসেনের বাবা হাফেজ মো. কমর উদ্দিন আর নেই

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩
সাংবাদিক মাহমুদ হোসেনের বাবা হাফেজ মো. কমর উদ্দিন আর নেই

সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট মাহমুদ হোসেনের বাবা হাফেজ মো. কমর উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোরে সিলেট নগরের মেন্দিবাগ গার্ডেন টাওয়ারের নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজা সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামে শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের ছোট ছেলে মাহমুদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মাহমুদ হোসেনের বাবার মৃত্যুর খবর শুনে ভোরে সহকর্মী, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা তার বাসায় এসে উপস্থিত হন। এ সময় তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন