• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট সিটি নির্বাচনে নজরুল ইসলাম বাবুলকে প্রার্থীতার প্রস্তাব

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩
সিলেট সিটি নির্বাচনে নজরুল ইসলাম বাবুলকে প্রার্থীতার প্রস্তাব

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুলকে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা, মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের এক মতবিনিময় সভায় দলের সর্বস্তরের নেতাকর্মী সর্বাত্মকভাবে তাকে মেয়র প্রার্থী হওয়ার প্রস্তাব দেন।

মহানগরীর মীরাবাজারের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশিরের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাব্বির আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সদস্য মাহমুদ আলী ও কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব।

এতে বক্তব্য রাখেন মামুনুর রশীদ, মো. সাজ্জাদ মিয়া, আতিকুর রহমান আতিক, জামাল আহমদ, মিসবাহ উদ্দিন, সেলিম আহমদ, আবুল কালাম, মোমিনুর রহমান মোমিন, হাসান,ইমরান, নাজু, এম. বরকত আলী, রুনা বেগম, ফখরুল ইসলাম সোহেল, মো. আলী হোসেন সরকার,আব্দুর রহমান বারাকাত, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন