• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বাধীনতার মাসকে বরণ

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১, ২০২৩
সিলেট বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বাধীনতার মাসকে বরণ

যুগভেরী ডেস্ক ::: সিলেট বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মহান স্বাধীনতার মাসকে বরণ করে নিচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়।

এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

শোভাযাত্রার শুরুতে থাকে বিশালাকার জাতীয় পতাকা হাতে তরুণ ক্যাডেটদের মিছিল।

এরপর, বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি হাতে এগিয়ে চলেন।

পরে একে একে ব্যানার ও জাতীয় পতাকা হাতে হেঁটে চলেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন