• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ২৫০০ পরিবার পেল দুই কোটি ২১লাখ টাকা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৩১, ২০২৩
সিলেটে ২৫০০ পরিবার পেল দুই কোটি ২১লাখ টাকা

যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগরে এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশের উদ্যোগে ‘হিউমেনিট্যারিয়ান র‌্যাসপন্স টু দি ফ্ল্যাড ভিক্টিম ফ্যামিলি ইন সিলেট, বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮মাস ব্যাপী প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার এসওএস শিশু পল্লীর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন এসওএস শিশু পল্লীর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ও ইআরফি প্রজেক্টের কোঅর্ডিনেটর চন্দন সাহা।

তারা জানান, ওসমানীনগরের দয়ামীর, উসমানপুর এবং বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের ২৪৪০টি পরিবার ছিল এই প্রকল্পের উপকারভোগী। স্থানীয় প্রশাসন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে প্রকল্পটি বাস্তাবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘর মেরামত ও জীবিকায় সহযোগিতার জন্য ২ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকা ব্যয় করা হয়েছে। তার মধ্যে ঘর মেরামতের জন্য ২০০টি পরিবারকে ১৯ হাজার টাকা হারে, জীবিকায়নের সহযোগিতার জন্য ১৯০টি পরিবারকে ২১ হাজার ৩শ টাকা হারে এবং ২হাজার ৫০টি পরিবারের মধ্যে নগদ ৫হাজার টাকা হারে প্রদান করা হয়। এছাড়াও পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। সুবিধাভোগিদের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উল্লেখিত টাকাগুলো প্রদান করা হয় বলে জানান তারা।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক এসএ শফি, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাসহ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে সুবিধাভোগিরা তাদের দুর্ভোগের মাঝে এই সহযোগিতার কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন