যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আজ সোমবার (১৭ এপ্রিল) সিলেট ফিরছেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে সোমবার দুপুর ২ টা ৩৫ মিনিটে তিনি সিলেট বিমান বন্দরে অবতরণ করবেন। এসময় তাকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করবেন বলে জানা গেছে।
রোববার দলীয় সুত্র গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।
আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নেন ও তাকে ফুলেল শুভেচ্ছো জানান। এরপর টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন তিনি।
উল্লেখ্য, শনিবার (১৫ এপ্রিল) গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়।