যুগভেরী ডেস্ক ::: সুনামঞ্জের তাহিরপুর উপজেলায় হিটস্ট্রোকে মাসুক মিয়া(৪৫)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন কাউকান্দি গ্রামের সামনে ঘটনাটি ঘটে।
নিহত কৃষক উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মৃত মোঃ মিয়া বক্সের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বড়দল গ্রামের কৃষক মাসুক মিয়া মাটিয়ান হাওর থেকে বোর ধান কেটে নিজ বাড়ি কাউকান্দি গ্রামের সামনে খলায় নিয়ে আসেন। পরে মাড়াই করার খলায় সংরক্ষণ করায় সময় দুপুরে অতিরিক্ত রৌদের তাপমাত্রা ও গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন পাশ্ববর্তী কাউকান্দি বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, গত কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রায় কৃষক নিহতের ঘটনার বিষয়ে কেউ জানায় নি। নিহত কৃষকের পরিবারের বিষয়ে খোঁজ নেব। এই গরমের মধ্যে সবাইকে সাবধানে কাজ করার পরামর্শ দেন এই কর্মকর্তা।