• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমা ও ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩
দক্ষিণ সুরমা ও ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমা ও ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার পৃথক এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।

এরমধ্যে দক্ষিণ সুরমায় মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যুবক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

দ্বীন ইসলাম (৪০) নামের ওই যুবক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত দ্বীন ইসলাম ফেনীর বনানীপাড়ার মৃত ছোরাব মোল্লার ছেলে।
দুর্ঘটনায় সুমন মিয়া (৩২), চাঁন মিয়া (৩২), শিমুল মিয়া (৩৮), আক্তার হোসেন (৩৫) ও সিরাজ মিয়াকে (৩০) গুরুতর আহত অবস্থায় এমএজি ওসমানী হাসপাতাালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ওসমানীনগর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলার দয়ামীর বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহিদ (৬৫) উপজেলার উছমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছয় সন্তানের জনক।
জানা যায়, সোমবার বেলা এগারোটার দিকে নিজের ফার্মেসিতে যাওয়ার সময় তাকে খাদ্যপণ্য উৎপাদনকারী স্বাদ কোম্পানির একটি পিকআপ ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোন শয্যা খালি না থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় খাদ্যপণ্য উৎপাদনকারী স্বাদ কোম্পানির পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়েছে ওসমানীনগর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন