• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সকল নাগরিক সুবিধা সম্পন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই : সামরান সাবের

Daily Jugabheri
প্রকাশিত মে ৯, ২০২৩
সকল নাগরিক সুবিধা সম্পন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই : সামরান সাবের

নবগঠিত সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৪০ নং ওয়ার্ড। কুচাই, পালপুর, দক্ষিণ কুশিঘাট, ছিটা শ্রীরামপুর, রুগনপুর, সামাল হাসান,মজলিশপুর (আংশিক), গঙ্গানগর, মনিপুর (আংশিক), আলমপুর (আংশিক), ছিটা গোটাটিকর, গঙারামের চক নিয়ে ৪০ নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে একজন কাউন্সিলর প্রার্থী সামরান সাবের। পিতা প্রয়াত চেরাগ উদ্দিন আহমদ ও মাতা প্রয়াত সৈয়দা রাবেয়া বেগমের ৩য় সন্তান তিনি। সামরান সাবেরের পিতা ছিলেন অবসরপ্রাপ্ত ট্রেজারি সুপারেন্টেন। ব্যবসায়ী সামরান সাবের সাবেক কুচাই ইউপি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, দক্ষিণ সুরমা ছাত্র ও যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি,ঐতিহ্যবাহী জনতা ক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কুচাই উন্নয়ন যুব সংঘের সাবেক আহবায়ক, আজাদ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ওমরা শাহ পীর সাহেবের তৃতীয় প্রজন্মের বংশধর সামরান সাবের কুচাই ইউপিকে সিসিকে রূপান্তরিত করার আন্দোলনে গঠিত কমিটির আহবায়ক ও সংগঠক ছিলেন তিনি। সামরান সাবের একজন মিডিয়া ব্যক্তিত্ব। আগামী ২১ শে জুন সিটি নির্বাচনে তিনি বিজয়ী হলে ৪০ নং ওয়ার্ডকে একটি আধুনিক স্ম্রাট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। সামরান সাবের জানান, বিগত কুচাই ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তভূক্ত করার আন্দোলন ও জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানীকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নির্বাচিত হলে ৪০ নং ওয়ার্ডকে বসবাসযোগ্য সকল নাগরিক সুবিধা সম্পন্ন এলাকা হিসেবে সর্ব সম্মতিতে উন্নয়নমূলক কাজ করে যাবেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন