• ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কাউন্সিলর প্রার্থী মঈন উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা

Daily Jugabheri
প্রকাশিত মে ২৫, ২০২৩
কাউন্সিলর প্রার্থী মঈন উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা

সিলেটের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ, দৈনিক একাত্তরের কথার উপ-সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঈন উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে ।

 

বৃহস্পতিবার সিলেটের প্রধান নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন ।

মনোনয়নপত্র বৈধ ঘোষনার পরপরপরই সাংবাদিকদের কাছে মঈন উদ্দিন তার মতামত ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আলাপ আলোচনা করে ওয়ার্ডের ভেতরে বিদ্যমান সমস্যাগুলি চিহ্নিত করে তা বাস্তবায়ন ও পরিকল্পিত উন্নয়নমুলক কাজ তিনি করে যাবেন। ২৭ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি, এ ছাড়া ড্রেনেজ সমস্যা দুরীকরণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা রক্ষা ও ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি। ওয়ার্ডের ভেতরে নিরক্ষরতা দুরিকরণসহ পথ শিশুদের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করার অঙ্গিকার ও করেন তিনি। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন