• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

অসহায় মানুষের সেবা করে যেতে চান মো. আব্দুল মান্নান

Daily Jugabheri
প্রকাশিত মে ২৮, ২০২৩
অসহায় মানুষের সেবা করে যেতে চান মো. আব্দুল মান্নান

মো. আব্দুল মান্নান সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তিনি সাবেক বরইকান্দি ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর চান্দাই, জৈনপুর, তেলীপাড়া, চান্দাই পশ্চিম পাড়া, টিয়র গাওঁ, তালুকদার পাড়া, নজর পুর, বকশী পুর, গালিম পুর ও দাউদপুর নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড গঠিত।

মোহাম্মদ আব্দুল মান্নান চান্দাই এলাকার হাজী মো. ইরশাদ আলী ও মরহুমা রেনু বিবির সন্তান। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন কারী মোহাম্মদ আব্দুল মান্নান এক সময়ে ছিলেন সিলেটের জনপ্রিয় ফুটবল খেলোয়ার। তিনি সিলেট জেলা দলের সাবেক ফুটবলার। মোহাম্মদ আব্দুল মান্নান বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি চান্দাই বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক, সিলভার ভিলেজ জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সদস্য ও তালুকদার পাড়া ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্ঠা। মো. আব্দুল মান্নান চান্দাই যুব সংঘের সাবেক সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। প্রচার বিমুখ মোহাম্মদ আব্দুল মান্নান বিগত করোনা ও বন্যার সময়ে অসহায় মানুষের পাশে ব্যক্তিগত ও পারিবারিক ভাবে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছেন। আগামী একুশে জুনের সিটি নির্বাচনে জয়লাভে আশাবাদী মো. আব্দুল মান্নান চান ৩০ নং ওয়ার্ড কে একটি আধুনিক ও বসবাসযোগ্য উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদ থাকাকালীন সময়ে ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন ও ইউপি সদস্যরা এলাকার উন্নয়নে অনেক অবদান রেখেছেন। নব-গঠিত ৩০ নং ওয়ার্ডের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে চান তিনি। চান্দাই মাঝপাড়ায় জন্ম এবং ৩০ নং ওয়ার্ডের বাসিন্দাদের সেবা করে বাকী জীবন কাটিয়ে যেতে চান মো. আব্দুল মান্নান। তিনি নির্বাচিত হলে এলাকার সকল বয়সের মানুষকে সাথে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করার পাশাপাশি তিনি অসহায় মানষের সেবা করে যেতে চান। প্রেস-বিজ্ঞপ্তি।

 

সংবাদটি শেয়ার করুন