যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট থেকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ শুক্রবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ আপানাদের দিকে চেয়ে আছে। আপনাদের মহামূল্যবান অবদানে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে।
তিনি বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনের মাধ্যমে উচ্চ শিক্ষার পথ আরও মসৃন করেছে। সেই মৃসন পথে চলতে চলতে আপনারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন এবং দেশ ও জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তনে মূল্যবান অবদান রাখবেন।
তিনি সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে গভীর মনোযোগের সাথে নিজেদের প্রধান দায়িত্ব লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।