• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তেরো হাজার ডলার স্কলারশিপ পেলেন সিলেটের মুন্না !

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৭, ২০২৩
তেরো হাজার ডলার স্কলারশিপ পেলেন সিলেটের মুন্না !

যুগভেরী ডেস্ক :::  সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ কলেজের মেধাবী শিক্ষার্থী আসাদুজ্জামান মুন্না আমেরিকার প্রখ্যাত সান ফ্রান্সিসকো বে ইউনিভার্সিটি থেকে তেরো হাজার ডলার স্কলারশিপ পেয়েছে।

 

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে স্কলারশিপ হিসেবে এক বছরে ১৩ হাজার ইউএস ডলার দেবে। এক বছর স্কলারশিপ নিয়ে টানা চার বছর এই ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স বিষয়ে অধ্যয়ন করবে মুন্না। আগামী ২৪ আগস্ট বৃহস্পতিবার মুন্না আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

 

মেধাবী শিক্ষার্থী আসাদুজ্জামান মুন্না সিলেট কেন্দ্রীয় কারাগারের অবসরপ্রাপ্ত জেল সুবেদার মো. মোজাহের আলী ও আলেয়া বেগম এর জ্যৈষ্ট সন্তান। বন্দর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আক্তারুজ্জামান জনি এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরী পত্রিকার ফটো সাংবাদিক মো. মনিরুজ্জামান রনি তার আপন ভাই।আমেরিকায় উচ্চ শিক্ষা গ্রহণে মুন্না সকলের নিকট দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন