• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩
ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন উদ্বোধন

 সিলেট সদর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ ২ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাতের) সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন উদ্বোধন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট সদরের উদ্যোগে উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁও গ্রামের কৃষক মখলিছুর রহমানের বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।

উপজেলা কৃষি কর্মকর্তা অর্পূব লাল সরকারের সভাপতিত্বে ও
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক সদস্য মো. শানুর, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেছার আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজর আলী।

শুরুতে সমলয় প্রকল্প নিয়ে কথা বলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মোছা. কামরুন্নাহার ও কৃষক প্রতিনিধি জিয়াউল হক।

প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন