• ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
মাধবপুরে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুরে পৌর শহরের ঢাকা-সিলেট হাইওয়ে রোডের দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে ৩৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ পেশাদার ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হচ্ছেন- ফুয়াদ হাসান সাকিব (২৮), রাসেল আহমেদ (২৮) ও তাদের সহযোগী জুনায়েদ মিয়া (২০)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, থানার সেকেন্ড অফিসার সামস্ই তাব্রীজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন