• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক শক্তির আস্তানা হতে পারে না : আইজিপি

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৩
বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক শক্তির আস্তানা হতে পারে না : আইজিপি

যুগভেরী ডেস্ক ::: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনার জন্যই আমরা উৎসব-অনুষ্ঠানে সবাই এক সঙ্গে বসতে পারছি। ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই বাঙালি ও বাংলাদেশের অধিবাসী। জাতির পিতার নেতৃত্বে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। তাই বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক শক্তির আস্তানা হতে পারে না। এ দেশ হবে অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের আশ্বস্ত করতে চাই, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আপনারা নির্বিঘ্নে পালন করতে পারবেন। সেজন্য যে সহযোগিতা দরকার আমরা করব।’

বুধবার সুনামগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছোটবেলার স্মৃতিচারণা ও সরকারের উন্নয়ন নিয়ে আইজিপি আরও বলেন, ‘ছোটবেলায় আমি যখন বানিয়াচং স্কুলে পড়তাম, তখন হেঁটে স্কুলে যেতে ৭-৮ ঘণ্টা লাগত। আজ ১৫-২০ মিনিট লাগে। ২০০৬ পর্যন্ত কুঁড়ে ঘর ও মাটির ঘর ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা লক্ষ্য করছি, এখন কুঁড়ে ঘর নেই। প্রধানমন্ত্রী এখন ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি তৈরি করে দিচ্ছেন। শাল্লা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণাও করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন