• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধা মুক্তাদির’র ২৬তম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ সেপ্টেম্বর

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা মুক্তাদির’র ২৬তম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ সেপ্টেম্বর

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মেজর সি. আর দত্তের নেতৃত্বে ৪নং সেক্টরের একজন সক্রিয় বীর মুক্তিযোদ্ধা কদমতলীর বাসিন্দা মোহাম্মদ আব্দুল মুক্তাদির ( ম.আ. মুক্তাদির)’র ২৬তম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ সেপ্টেম্বর। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ম. আ মুক্তাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, মরহুমের কবর জিয়ারত, ঐদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ২৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ফ্রি ডায়েবেটিক ও চক্ষু রোগ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।

এতে সার্বিক সহযোগিতায় রয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, আধুনিক চক্ষু হাসাপাতাল ও সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল। এতে সকলের উপস্থিতি কামনা করেন রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন