• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে সড়কের পাশে দাঁড়িয়ে গল্প করার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৩
সিলেটে সড়কের পাশে দাঁড়িয়ে গল্প করার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

যুগভেরী ডেস্ক ::: সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এই দুর্ঘটান ঘটে।

নিহতরা হলেন- কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা সম্পর্কে চাচাতে ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।

তিনি জানান, আজ বিকালে মহিদপুর এলাকার সড়কের পাশে দুই ভাই মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করেছিলেন। এসময় জকিগঞ্জ থেকে ছেড়ে একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন