• ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তালতলা থেকে জুয়া খেলার সামগ্রীসহ আটক ১১

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩
তালতলা থেকে জুয়া খেলার সামগ্রীসহ আটক ১১

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরের তালতলা থেকে জুয়া খেলার অভিযোগে ১১ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের পাশের চন্দ্রিকা মার্কেটের ২ নম্বর দোকানে অভিযান চালানো হয়। এ সময় ১১ জনকে জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়।

আটকরা হলেন মো. আলী (২৩), রুবেল মিয়া (২৮), নয়ন মিয়া (৩০), মো. রমিজ (১৯), জাবেদ মিয়া (৪৮), মো. সুজায়েল মিয়া (৩৫), মো. সুরুজ আলী (৪৫), কাউছার মিয়া (৩৪), মো. শূয়াইবুর রহমান (৩১), মো. জুবায়ের (২১) ও মো. মুক্তার হোসেন শেখ (৫০)।

মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার তপন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক নবীর হোসেন ও ফয়জুল রহমান, এসআই নূর মোহাম্মদ তাপাদার এবং এএসআই প্রদীপ কুমার সিংহ।

স্থানীয়রা জানান, ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে হাবিব নামের এক যুবক জুয়ার আসর পরিচালনা করে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়ার বোর্ড চালিয়ে আসছেন।

আটকদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালি মডেল থানায় নন এফআইআর (নং-৫৮২/২০২৩) মূলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন