• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রজব, ১৪৪৬ হিজরি

দাবি পূরণ হয়েছে, এবার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন : শফিক চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৩
দাবি পূরণ হয়েছে, এবার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন : শফিক চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হলেও সিলেট-২ আসনের মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছেন। আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না। আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো নৌকা, আমরা সেই নৌকা প্রতীক পেয়েছি। জননেত্রী শেখ হাসনিা আমাকে দলীয় মনোনয়ন দিয়ে দাবি পূরণ করেছেন। তাই সিলেট-২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়ে সিলেট-২ আসনের উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিন।  আগামী দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন পাওয়ার পর সোমবার (২৭ নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নৌকার মাঝি শফিকুর রহমান চৌধুরী’র সমর্থনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক। বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগ নেতাদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা শানুর আলী জয়দু ও গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য। জনসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন চেয়ারম্যান, হাজী হিরন মিয়া, সেলিম আহমদ, মোহাম্মদ আসাদুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ, সহ-প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যকরী সদস্য আকবর আলী, আনোয়ার আলী, শেখ আজাদ, কাউন্সিলর রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, এনামুল হক মেম্বার, নিজাম উদ্দিন, নাজমুল আলম চৌধুরী অপু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মহব্বত আলী, সদস্য এ.আর চেরাগ আলীসহ উপজেলার ৮ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন