• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ম্যাজিস্ট্রেট আসতেই পেঁয়াজের দাম কমলো কেজিতে ৮০ টাকা

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৩
ম্যাজিস্ট্রেট আসতেই পেঁয়াজের দাম কমলো কেজিতে ৮০ টাকা

যুগভেরী ডেস্ক :::  বিভিন্ন হাট-বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। তবে বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২০০ টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা শুরু করেন। সোমবার (১১ ডিসেম্বর) সকালে জয়পুরহাটে এ ঘটনা ঘটে। এসময় বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজ বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেয়া হয়েছে। নতুনহাটে বাজার করতে আসা শফিকুল ইসলাম জানান, দুদিন আগে পেয়াজ কিনেছি শুধু ৯০ টাকা কেজিত আর আজ দাম চাচ্ছে ব্যবসায়ীরা ২শ’ টাকা কেজিতে। হঠাৎ ভ্রাম্যমান আদালত দেখে ব্যবসায়ীরা ৮০ টাকা কেজিতে বিক্রি শুরু করেছেন, এতে ক্রেতারা অনেক খুশী।  এদিকে পাতাসহ যে পেঁয়াজ বিক্রি হতো ৮০ টাকা কেজিতে তা নেমে এসেছে ৬০ টাকায়। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন