• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিলেট-৬ : তৃণমূল বিএনপির নেতারা জনগণের ভোট পেয়ে সংসদে যেতে চায় : সমশের মবিন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৩
সিলেট-৬ : তৃণমূল বিএনপির নেতারা জনগণের ভোট পেয়ে সংসদে যেতে চায় : সমশের মবিন

যুগভেরী ডেস্ক ::: তৃণমূল বিএনপির নেতারা জনগণের ভোট পেয়ে সংসদে যেতে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী সমশের মবিন চৌধুরী। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিন হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। সমশের মবিন চৌধুরী বলেন, অনেকেই বলেন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে এসেছে তৃণমূল বিএনপি। এটা ঠিক নয়। এবারের নির্বাচন আমাদের যাত্রা শুরু মাত্র। জন্মলগ্ন থেকেই তৃণমূল বিএনপি এককভাবে নির্বাচন করতে চেয়েছে। কারো সঙ্গে কোনোরকম রফাদফা করে তৃণমূল বিএনপি নির্বাচনে যায়নি। তৃণমূল বিএনপি কারোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের কথা বলেনি। নিজের জোরে নিজের চেষ্টাতেই নির্বাচনে এসেছে। কারো মার্কা ধার করে আসেনি। নিজেদের মার্কা (সোনালী আঁশ) নিয়ে নির্বাচনে এসেছে। অন্যের মুকুট নয়; তৃণমূল বিএনপি বিজয়ী হলে নিজের মুকুটই মাথায় পরতে চায়। তিনি বলেন, বর্তমানে দেশে বেশ কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন এসেছে। দেশের জন্মলগ্নে ৭ কোটি মানুষের জন্য ছিল ৩০০টি সংসদীয় আসন। বায়ান্ন বছর পেরিয়ে গিলেও একই জায়গাতেই রয়ে গেছে আসন সংখ্যা। আমরা দাবি জানাবো দেশের প্রতিটি উপজেলার বিপরীতে একটি সংসদীয় আসন যেন রাখা হয়। সেটা না হলে অন্তত সাড়ে ৪৫০টি আসন যেনো করা হয় সংসদে। পাশাপাশি আমরা দাবি জানাবো অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যায় এখানেও যেনো দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা হয়। তাছাড়া প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবি থাকবে তৃণমূল বিএনপির। দেশীয় স্বার্থরক্ষা করে পররাষ্ট্রনীতি তৈরির দাবি জানাবো আমরা।

সংবাদটি শেয়ার করুন