• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে ১০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১, অটোরিকশা জব্দ

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৩
মৌলভীবাজারে ১০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১, অটোরিকশা জব্দ

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় ১০ বস্তা চিনি সহ কাদির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় গাড়িতে থাকা অন্য একজন পালিয়ে যায়। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষণ রায়। থানা পুলিশ সূত্রে জানা গেছে বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুুরখান সড়কের ইকরা মাদ্রাসা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ১০ বস্তা চিনি সহ আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত কাদির (৩৫) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কদর আলীর ছেলে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কাদির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ভারতীয় ১০ বস্তা চিনি ও একটি সিএনজি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন