• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার সাব্বীর আহমদ

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৪
সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার সাব্বীর আহমদ

প্রতিদ্বন্দ্বিতার সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাব্বীর আহমদ।  বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে সাব্বীর আহমদ অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশন থেকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন কথা রাখেনি। নির্বাচনের কোন সুষ্ঠু পরিবেশ নেই।  সাব্বীর আহমদ আরও অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির কর্মী ও ভোটাররা শঙ্কিত। প্রার্থী হিসেবেও তিনি নানাভাবে হুমকি-ধমকির শিকার হচ্ছেন। তাই সরকার ও ইসি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারায় তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন