• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্টিলের ‘তারা’ ফেলে নাশকতা!

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪
স্টিলের ‘তারা’ ফেলে নাশকতা!

যুগভেরী ডেস্ক ::: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের বিভিন্ন এলাকায় স্টিলের তৈরী তারা ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা থেকে মহাসড়কের নয়দুয়ার, নিজামপুর, হাদিফকিরহাট, মিরসরাই পৌরসভা, বিশ্বরোড় এলাকায় পাম্পচার হয়ে যাওয়ায় একাধিক গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী নাজিম উদ্দিন জানান, শুক্রবার রাতে নয়দুয়ার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বিকট শব্দ হয়ে কয়েকটি গাড়ির চাকা পাম্পচার হয়ে যায়। পরবর্তীতে গাড়ির চাকার মধ্যে স্টিলের ধারালো তারা দেখা যায়। মহাসড়কের নাশকতা সৃষ্টির জন্য এমনটি করা হতে পারে। নিজামপুর এলাকার মেকানিক রিপন মিয়া বলেন, অদ্ভুত ধরনের একটি ধাতব বস্তু দেখতে তারা মত মহাসড়কে বিভিন্ন অংশে ফেলেছে দুর্বৃত্তরা। এতে মহাসড়কের চলাচলরত গাড়িগুলোর চাকা পাম্পচার হচ্ছে। এধরনের ধাতব বস্তু আগে দেখিনি। প্রায় পাঁচ বছর যাবত মহাসড়কের নিজামপুর এলাকায় চাকা সারানোর কাজ করছি। স্টিলের প্লেটকে ঝালাই করে ত্রিকোণ আকার করে এগুলো পরিকল্পিতভাবে বানানো হয়েছে মনে হচ্ছে।জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা স্টিলের ধারালো তারা ছড়িয়ে রাখে। যাতে বেশ কয়েকটি গাড়ির চাকা পাম্পচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন