• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আ’লীগের নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন;সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয়

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৪
আ’লীগের নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন;সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয়

যুগভেরী ডেস্ক ::: ভারত, রাশিয়া, চীনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর দল আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. নুরেলাহি মিনা বাসস’কে জানিয়েছেন, ‘ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করেন।’ রাষ্ট্রদূতগণ নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাঁদেরকে ধন্যবাদ জানান এবং তাঁর দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন