• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অগ্নিদগ্ধদের দেখতে ওসমানীতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪
অগ্নিদগ্ধদের দেখতে ওসমানীতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেটের মদিনা মার্কেটের নর্থ-ইস্ট সিএনজি রিফুয়েলিং স্টেশনে রাখা ট্রাকে অগ্নিদুর্ঘটনার ঘটনায় অগ্নিদগ্ধদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে গিয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। তিনি আহতদের সার্বিক চিকিৎসা ও সেবা শশ্রুশার বিস্তারিত খবর নেন। তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটের সাথে কথা বলেন। প্রয়োজনে তাদের সেখানে পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশও দিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে আহতরা হলেন ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫), মতি মিয়ার ছেলে মো. আলম মিয়া (২৩), মিছির আলীর ছেলে মো. মতি মিয়া (৬০), রজনি চন্দ্র দাসের ছেলে সুভাষ দাস (৫৫)। এসময় মেয়রের সাথে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, গণসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন