• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৪
ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন

যুগভেরী ডেস্ক ::: ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠে এই অনষ্ঠানের আয়োজন করা হয়।   সহকারি প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেবনাথের সঞ্চালনায় এবং আনিসুর রহমান চৌধুরী সুমন সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব প্রবাসী জামিল আহমেদ জমির, চ্যানেল আই সিলেট বিভাগের প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, সিলেটের বিশিষ্ট কম্পিউটার ব্যবসায়ী ও সফটওয়ার ডেভেলাপার শাফি মোঃ বদরুদ্দোজা ।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন তার শুভেচ্ছা বক্তব্যে ক্রীড়ার বিভিন্ন উপকারী দিক তুলে ধরে গঠনমূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ খেলাধুলাসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।   উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ নোয়াব আলী, মল্লিকপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও সম্মানিত অভিভাবকবৃন্দ। অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের দেয়া বাহারী রকমের পিঠার স্টল পরিদর্শন করে তাদের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর নাটিকা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সপ্তাহব্যাপী অক্লান্ত পরিশ্রম করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সার্থক করে তুলেছেন। এজন্য প্রধান শিক্ষক তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন । অভিভাবক ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের মূল্যবান সময় দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে উসাহিত করায় প্রধান শিক্ষক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন