• ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জমি থেকে বাড়ি ফেরার পথে মারা গেলো দ্ই শিশু

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪
জমি থেকে বাড়ি ফেরার পথে মারা গেলো দ্ই শিশু

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হল- ওই এলাকার তাহির আলীর মেয়ে মেঘলা বেগম (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)।  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া থানার এসআই আতিকুল আলম মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতের জমিতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়।  সন্ধ্যার দিকে মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।  কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দীপু ধর শুক্রবার সকালে বলেন, স্থানীয় এক ব্যক্তি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে জমির মাটি কেটে বসতঘরের ভিটা তৈরি করেন। এতে ওই স্থানে গর্তের সৃষ্টি হয়। বৃষ্টিতে সেখানে পানি জমে যায়।  খবর পেয়ে রাতে স্থানীয় জনপ্রতিনিধিসহ কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দীপংকর ঘোষ ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থল পরিদর্শনে যান।  কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। হালিচারা তুলে ফেরার সময় হাত-পা পরিষ্কার করতে গিয়ে গর্তের পানিতে পড়ে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিনা ময়নাতদন্তে দুজনের লাশ দাফন করতে স্বজনেরা আবেদন করেছেন।

সংবাদটি শেয়ার করুন