• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে ভর্তি

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪
হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে ভর্তি

যুগভেরী ডেস্ক ::: অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে।  শনিবার সকালে একটি ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে অসুস্থ বোধ করেন।  সেখানেই বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।  মিঠুন বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে জরুরি ওয়ার্ডের ৪৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন ৭৪ বছর বয়সী মিঠুন। কলকাতায় তিনি গত কয়েক দিন ধরে রয়েছেন ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং এর জন্য।  প্রাথমিকভাবে তার এমআরআই করা হচ্ছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তাকে সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন