যুগভেরী ডেস্ক ::::: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকা থেকে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর তত্ত্বাবধানে থানার ওসি (তদন্ত) সুশংকর পালের নেতৃত্বে সেকেন্ড অফিসার এস আই সাব্বির আহসান, এস আই জিয়া উদ্দিন, এস আই সজিব মিয়া, এ এস আই মনিরুল ইসলামের সহযোগীতায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের লাল মিয়ার ছেলে রফু মিয়া (৩৭). সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আটঘরগ্রামের মৃত আব্দুল আজাদের ছেলে ইকবাল হোসেন (৫৩), মোহাম্মদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), মৃত চান্দ আলীর ছেলে মোঃ মউরস মিয়া (৪৩), মোঃ আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আলী (২৩) গ্রেফতারকৃত আসামীদের আজ বিকেলে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।