• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে মঙ্গল শোভাযাত্রা মাধ্যমে বর্ষবরণ

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪
গোয়াইনঘাটে মঙ্গল শোভাযাত্রা মাধ্যমে বর্ষবরণ

নিজস্ব প্রতিনিধি গোয়াইনঘাট (সিলেট) :::::

কুসংস্কার,হিংসা,হানাহানি,যুদ্ধ বন্ধ এবং শান্তির প্রত্যাশায় ধ্বনিত হল মঙ্গল শোভাযাত্রা মাধ্যমে বর্ষবরণ। সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ।  নববর্ষের সূচনালগ্নে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গল শোভাযাত্রা র‌্যালী,,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগীতা,পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ১৪৩০বাংলাকে বিদায় ও ১৪৩১বাংলা নববর্ষকে আনুষ্ঠানিকভাবে  বরণ করা হয়।  রোববার ১৪ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ভবন কার্যালয় থেকে এক বর্ণাঢ র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী শিশু কিশোরীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।  উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ( পিপিএম) মোঃ রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ আব্দুল হক।  উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম তার বক্তব্যে উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পুরনো বছরকে বিদায় ও নতুন বছর ১৪৩১বাংলাকে স্বাগত জানানো হয়।   পরে উপজেলা কিশোর কিশোরী ক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কিশোর কিশোরী ক্লাব ও শিল্পকলা একাডেমীর শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন