• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের বিশাল প্রতিবাদ র‌্যালি

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪
লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের বিশাল প্রতিবাদ র‌্যালি

যুক্তরাজ্য প্রতিনিধি :
বাংলাদেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, ডামি সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে লন্ডনে বিশাল প্রতিবাদ র‌্যালী সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে ইস্ট লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বিশাল প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি শত শত নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল সহকারে ইস্ট লন্ডনের আলতাব আলী পার্ক থেকে শুরু করে ব্যালেন্স গার্ডেন গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এতে মানবাধিকার কর্মী, বিএনপি-জামায়াত নেতাকর্মী ছাড়াও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, সেক্রেটারী তাহমিদ হোসেন খান ও সহকারী সেক্রেটারী আরিফ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়ালা করেন মো. আশরাফুল আলম।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মুনিম।

সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো: আসয়াদুল হক, সহ-সভাপতি আলী হোসাইন, করিম মিয়া, আমিনুল ইসলাম মুকুল, সাদেক আহমেদ খান, জুবায়ের আহমদ, সাকিল আহমেদ, মোর্শেদ আহমদ খান, সিনিয়র সহকারী সেক্রেটারী আরিফ আহমদ, জয়েন্ট সেক্রেটারী সাইদুজ্জামান তারেক, সহ-সেক্রেটারী রায়হান আহমদ, মো. ইমাদ উজ জামান, নজরুল ইসলাম, মো: মাহফুজর রহমান, মো: আনছার আলী, ফয়জুল হক,মো: আমিনুর রহমান ও এবাদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকের সহ সভাপতি জুবায়ের আহমদ, সহ সেক্রেটারী রায়হান আহমদ, মো: শাহাব উদদীন, মো: নিপা বেগম, মোঃ মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক মো: অহিদুল ইসলাম, মিনহাজ উদদীন খান, মো: আবদুল হামিদ শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুন নূর, শামীম আহমদ, শাহজাহান মিয়া, জুবায়ের আহমদ, ছাত্রশিবির নেতা মুহাম্মদ ফয়সাল বিন মাহবুব।

সংবাদটি শেয়ার করুন