• ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত হত্যায় মামলা দায়ের

Daily Jugabheri
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪
উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত হত্যায় মামলা দায়ের

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুকে (৩৬) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানায় ওসি নুনু মিয়া বলেন, ‘অত্যন্ত গুরুত্বসহকারে ঘটনার তদন্ত চলছে। আশা করছি, দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হবে।’ এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে অমিত দাস শিবুর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার বিকেলে ময়না-তদন্ত শেষে নগরের চালিবন্দর মহাশশ্মানে মরদেহ দাহ করা হয়। নিহত অমিত দাশ শিবু সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক। বর্তমানে সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করছিলেন।  প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন