• ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কানাইঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাহারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত মে ৭, ২০২৪
কানাইঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাহারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ আসন্ন সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুজ্জামান বাহারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিনের পরিচালনায় শামসুজ্জামান বাহারের সমর্থনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সভায় আগামী ৫ জুন অনুষ্ঠিত কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে সৎ, যোগ্য, নিষ্ঠাবান প্রার্থী কানাইঘাট উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান দানবীর মরহুম এম.এ রকিবের সুুযোগ্য সন্তান শামসুজ্জামান বাহারকে নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে কানাইঘাটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।  সভায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান বাহার দুর্ঘটনা জনিত কারনে বাসায় অবস্থান করায় তার জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে নির্বাচন করবেন না বলে কিছু কু-চক্রী মহল নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে করে কানাইঘাটবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয় কানাইঘাটের মানুষ শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ, তারা আসন্ন উপজেলা নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে সরকারের প্রতিটি উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন এবং কানাইঘাটকে অপরাধমুক্ত শান্তি-সম্প্রীতির দ্বারা বজায় রাখতে সৎ, নিষ্ঠাবান শামসুজ্জামান বাহারকে সব ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে বিজয়ী করবেন। সভায় শামসুজ্জামান বাহারের নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন, প্রচার অভিযান জোরদার সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা সমাজসেবী খালিদ সাইফুল্লাহ, সিলেট বারের এপিপি জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা এডভোকেট ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, সিলেট শাবিপ্রবির কলেজ পরিদর্শক সাবেক ছাত্রনেতা এম তাজিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট আব্দুল খালিক, দিঘীরপাড় পূর্ব ইউপি আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা সায়েম আহমদ, সাবেক ইউপি সদস্য আলা উদ্দিন, খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আজমল হোসেন, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, সাবেক ছাত্রনেতা এমাদ উদ্দিন, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি এম. হারিছ উদ্দিন সহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন