• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়রকে স্মারকলিপি দিলেন আব্দুল জব্বার জলিল

Daily Jugabheri
প্রকাশিত মে ৮, ২০২৪
হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়রকে স্মারকলিপি দিলেন আব্দুল জব্বার জলিল

সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল সিসিকের হোল্ডিং ট্যাক্স সহনীয় করতে মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (৭ই মে) বিকালে তিনি এই স্মারকলিপি প্রদান করেন।  হোল্ডিং ট্যাক্স অযৌক্তিক ও অসহনীয় হারে বৃদ্ধি করায় জনসাধারণ সংক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। তাই নগরবাসীর উপর ধার্য্যকৃত অতিরিক্ত ও অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স স্থগিত করে তাহা বাস্তবসম্মত এবং পূর্বের হোল্ডিং ট্যাক্স এর সহিত সমন্বয় করে হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারন করার জন্য স্মারকলিপিতে মেয়রের প্রতি আব্দুল জব্বার জলিল অনুরোধ করেন। তিনি বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানান।  মেয়র অত্যন্ত আন্তরিকভাবে স্মারকলিপি গ্রহন করেন এবং যুক্তিসঙ্গত দাবীগুলো মেনে নেবারও আশ্বাস দেন।  এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ আজিজ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, প্রবীন রাজনীতিবিদ আব্দুল মতিন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন