• ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

Daily Jugabheri
প্রকাশিত মে ৩০, ২০২৪
জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ মে) সকাল ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের যুগলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, বুধবার সকালে জগন্নাথপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে ২০–২৫ জন যাত্রী নিয়ে একটি মিনিবাস সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে বাসটি যুগলনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিদের উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন