• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ফেঞ্চুগঞ্জের নতুন চেয়ারম্যান সাব্বির

Daily Jugabheri
প্রকাশিত মে ৩০, ২০২৪
ফেঞ্চুগঞ্জের নতুন চেয়ারম্যান সাব্বির

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আশফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হয়েছেন।

রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে জানা গেছে, ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫শ ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।

এই উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন।

বুধবার জেলার তিন উপজেলা ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও বালাগঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অন্য দুই উপজেলার মধ্যে বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে আবুল কাশেম পল্লব ও বালাগঞ্জে মো. আনহার মিয়া বিজয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন