• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জ সদরে আশিকসহ জামানত হারাচ্ছেন ৪ চেয়ারম্যান প্রার্থী

Daily Jugabheri
প্রকাশিত মে ৩০, ২০২৪
হবিগঞ্জ সদরে আশিকসহ জামানত হারাচ্ছেন ৪ চেয়ারম্যান প্রার্থী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটে হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৬ জন। এর মধ্যে ৪ প্রার্থীই জামানত হারাচ্ছেন।

ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

উপজেলা নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে এক লাখ টাকা জমা দিতে হয়। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে নির্বাচন কমিশনে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। এরমধ্যে ৪ প্রার্থীই জামানত হারাচ্ছেন।

এই উপজেলায় চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৯৩ হাজার ৭৬৫। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ হচ্ছে ১৪ হাজার ৬৫ ভোট, যা পাননি চার প্রার্থী। ফলে ওই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। ওই প্রার্থীরা হলেন- মো. মহিবুল ইসলাম শাহিন (প্রাপ্ত ভোট ১০২১৭), চৌধুরী নিয়াজ মাহমুদ (প্রাপ্ত ভোট ৪৫০৫), মো. ওয়াশিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৩৪৫৬), সৈয়দ আশিকুর রহমান (প্রাপ্ত ভোট ২৮২২)।

হবিগঞ্জ সদর উপজেলায় ৩৬ হাজার ৪১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম (আনারস প্রতীক)। তার নিকটতম প্রার্থী মো. মশিউর রহমান শাহীন পেয়েছেন ৩৩ হাজার ৭১৫ ভোট (কাপ-পিরিচ)।

সংবাদটি শেয়ার করুন