• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শনিবার রাতে সিলেটে তিন ঘণ্টায় ঝরলো রেকর্ড ২২০ মিমি বৃষ্টি

Daily Jugabheri
প্রকাশিত জুন ৯, ২০২৪
শনিবার রাতে সিলেটে তিন ঘণ্টায় ঝরলো রেকর্ড ২২০ মিমি বৃষ্টি

সিলেটে শনিবার রাতের টানা তিন ঘণ্টায় এ মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

শনিবার (৯ জুন) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন ঘণ্টার বৃষ্টিতে আবারো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি প্রবেশ করেছে।

শনিবার রাত ৯ টার দিকে বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি চলছে।

বৃষ্টির কারণে সিলেট নগরের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

শনিবার রাতে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে নগরের উপশহর, তেররতন, দরগাহ মহল্লা, জালালাবাদ, তালতলা, জামতলা, মিরের ময়দানসহ বিভিন্ন এলাকয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

পানি ঢুকে পড়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায়ও। ডুবে গেছে কয়েকটি প্রধান সড়ক। ঘরের ভেতর পানি প্রবেশ ঠেকাতে রাত জেগে পাহারা দেন নগরবাসী। তবু শেষ রক্ষা হয়নি।

এর আগে গত ২৯ মে এক রাতের ঢলে তলিয়ে গিয়েছিলো সিলেটের পাঁচ উপজেলা।পিুরো জেলায় দেখা দিয়েছিলো বন্যা পরিস্থিতি। তবে কয়েকদিন ধরেই কমছিলো পানি। শনিবার জেলায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার কিছুটা ওপরে অবস্থান করলেও আর সব কটি নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে।

জেলার আশ্রয়কেন্দ্রগুলো থেকে অধিকাংশ লোকজন নিজেদের ঘরবাড়িতে ফিরে গেছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, জেলার ৫৫১টি আশ্রয়কেন্দ্রে ৪৪০ জন অবস্থান করছিলেন।

সংবাদটি শেয়ার করুন