• ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সিলেটের এসপি হিসেবে যোগ দিলেন আব্দুল মান্নান

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১১, ২০২৪
সিলেটের এসপি হিসেবে যোগ দিলেন আব্দুল মান্নান

সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন আব্দুল মান্নান বিপিএম (বার)।

তার যোগদানের বিষয়টি বুধবার (১০ জুলাই) করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

তিনি বলেন, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল মান্নান।

আব্দুল মান্নান কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন।

আব্দুল মান্নান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গত ২০১৬ ও ২০১৭ সালে দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

এদিকে, সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন