• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ২৩, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় এইচএসসি-২৪ এর পরীক্ষায় জিপিএ-৫ ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে রাইজিং সান আইডিয়াল স্কুলে এই সংবর্ধনার আয়োজন করে এভারগ্রিন হাজীপুর নামক সামাজিক সংগঠন।

সংগঠনের সভাপতি ব্যবসায়ী মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ছিলো আন্তর্জাতিক মানের। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার অনুশীলন আর সৃজনশীল শিক্ষার নামে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলো। এখন আশার কথা দেশের ছাত্রজনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাব্যবস্থা সংস্কার করার উদ্যোগ নিয়েছে। এতে হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে।

এভারগ্রিন হাজীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তাজুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়াবাজার কে.সি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রোমান, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান সাইফুল ইসলাম, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুমিত মাছুম, মশিউর রহমান সোহাগ, ছাত্রদল নেতা শাহান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে রাইজিং সান আইডিয়া স্কুলের পরিচালক ইমদাদুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম, সভাপতি ফুল মিয়া, সাজ্জাদুর রহমান রাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বক্তব্য রাখেন জিপিএ-৫ পাওয়া আখি আক্তার মান্না।

সংবাদটি শেয়ার করুন