• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় বসতবাড়ি জবর দখলে হামলা-ভাঙচুর-লুটপাট

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ২৫, ২০২৪
দক্ষিণ সুরমায় বসতবাড়ি জবর দখলে হামলা-ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় বসত বাড়ির জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সুশীল চন্দ্র নাথ (৫২) নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

এ সময় সুশীল নাথের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সুশীল দক্ষিণ সুরমা বরইকান্দি রায়ের গ্রামের মৃত সুখময় চন্দ্র নাথের ছেলে।

গত বুধবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ১২ থেকে ১৫ জন দুর্বৃত্ত প্রায় ঘন্টাব্যাপী এই হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকারসহ দুই থেকে তিন লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নিতে সুশীল নাথকে মুঠোফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে দুর্বৃত্তরা।

পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী সুশীল চন্দ্রনাথ দীর্ঘদিন ধরেই সিলেটের দক্ষিণ সুরমার রায়ের গ্রামে (সিসিকের ২৯ নং ওয়ার্ড) স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত সন্ত্রাসীদের সাথে সুশীল চন্দ্র নাথের বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। তাদের নজর পড়েছিল সুশীল চন্দ্রের পৈত্রিক বসতবাড়ির একাংশে। ন্যায্য মূল্য না দিয়েই জোরপূর্বক অনেক কম দামে তারা সুশীল নাথের বসতবাড়ির সামনের অংশটি দখল করতে চেয়েছিল। তিনি সন্ত্রাসীদের এমন প্রস্তাবে রাজি না হয়ে তাদের বাধা দেয়ার কারণে এই হামলার ঘটনা ঘটায় তারা। হামলাকারীরা এতটাই প্রভাবশালী যে তাদের ভয় এবং প্রাণনাশের শঙ্কায় ঘটনার পর থেকেই স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে আত্মগোপনে আছেন সুশীল চন্দ্র নাথ।

জানা গেছে, যারা এই হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। এরা চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এলাকার মানুষের জন্য এরা চরম আতঙ্কের।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দীন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন তারা। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন