• ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উগ্রপন্থীদের হাত থেকে রক্ষা পায়নি হিন্দু সংখ্যালঘু মুকুল চন্দ্র দাশের গ্রামবাংলা এগ্রো ফার্ম ও বসতবাড়ি।

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৪
উগ্রপন্থীদের হাত থেকে রক্ষা পায়নি হিন্দু সংখ্যালঘু মুকুল চন্দ্র দাশের গ্রামবাংলা এগ্রো ফার্ম ও বসতবাড়ি।

স্টাফ রিপোর্টার ও বিশেষ সংবাদদাতা, দিরাই : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বাউসী গ্রামে সংখ্যালঘু পরিবারের বাড়িতে ও এগ্রো ফার্মে উগ্রবাদীরা ব্যাপক হামলা-ভাংচুর ও সম্পদ লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাউসী গ্রামের হিন্দু সংখ্যালঘু মুকুল চন্দ্র দাশের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ৩০/৪০ জনের একটি উগ্রপন্থী সশস্ত্র দল গত ১০ আগস্ট শনিবার রাত ৮টার সময় তার বাড়িতে পুনরার হামলা-ভাংচুর ও লুটপাট করে। মুকুল চন্দ্র দাশের বাড়ির কাছে তার গ্রামবাংলা এগ্রো ফার্মে হামলা চালিয়ে নৈশ প্রহরী অনিক দাসকে রশি দিয়ে বেঁধে মারপিটে আহত করে এবং ফার্মে লুটপাট চালায়। দুস্কৃতকারীরা যাওয়ার সময় চিৎকার করে বলে, গ্রামবাংলা এগ্রো ফার্মের মালিক মুকুলকে কোনদিন এলাকায় পেলে সেখানেই তাকে খুন করবে বলে হুমকী প্রদান করে। মুকুল চন্দ্র দাশ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সহ সভাপতি হিসেবে বিভিন্ন ধর্মীয় সংগঠনের মাধ্যমে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গত ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরপরই দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা অদ্যাবদি পর্যন্ত ঘটে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১২ আগষ্ট রাত ১১ টায় মুকুল চন্দ্র দাশের সিলেট মহানগরীর বাগবাড়িতে অবস্থিত তাদের শহরের বাসায় হামলার চেষ্টা চালায় এবং তার পরিবারের সকলকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য দুস্কৃতকারীরা হুমকী প্রদান করে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে তার বড়ভাই সহ পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছেন। উল্লেখ্য, বিগত ২০২৩ সালের ৪ জানুয়ারি একটি উগ্রপন্থী গোষ্ঠির ১০/১৫ জনের সশস্ত্র দল সংঘটিত হয়ে সন্ধ্যা বেলায় মুকুল চন্দ্র দাশের গ্রামবাংলা এগ্রো ফার্ম ও ফার্ম সংলগ্ন গ্রামের বাড়িতে প্রথম বার হামলা চালায়। সেদিন মুকুল কে হত্যার জন্যে উগ্রবাদীরা দেশীয় অস্ত্র হাতে অশ্লিল ভাষায় গালিগালাজ ও চিৎকার করে এগ্রো ফার্মে ধ্বংসযজ্ঞ চালায় এবং ঐ স্থানে তাকে না পেয়ে ফার্ম সংলগ্ন বাড়িতে আক্রমণ করতে যায় দুষ্কৃতকারীরা। মুকুলের বিরুদ্ধে তারা মিছিল করে আক্রমণ করার জন্য বাড়ির দিকে এগিয়ে গেলে পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিক ভাবে মুকুল চন্দ্র দাশ তার ভাইয়ের সহযোগিতায় অন্যত্র পালিয়ে জীবন বাঁচান বলে এলাকাবাসী জানান।

সংবাদটি শেয়ার করুন