• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

নির্দোষদের আসামি না করতে সিলেট বিএনপির আহবান

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪
নির্দোষদের আসামি না করতে সিলেট বিএনপির আহবান

আওয়ামী লীগ সরকারের সময় হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় কোন নিরীহ কর্মকর্তা ও ব্যক্তিকে আসামি এবং হয়রানি না করার আহবান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, যারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই হবে। তবে আমাদের মনে রাখতে হবে যে, কোন অবস্থাতেই যেন কোন নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হয়।

সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা হচ্ছে, কোন অবস্থাতেই ব্যক্তিগত প্রতিহিংসার কারনে কাউকে আসামি করা যাবে না। যদি এই ধরনের কোন প্রমাণ পাওয়া যায় তবে সিলেট জেলা বিএনপি সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন