স্টাফ রিপোর্টার : ৫ আগষ্টের আওয়ামীলীগ সরকার পতন আন্দোলনের আগের দিন ৪ আগষ্ট সিলেট নগরির রায়নগর দাদাপীরের মাজার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন হাতিমবাগ এলাকার বিরু মিয়ার ছেলে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে শাহপরাণ থানায় ৫৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ১৯০৮ সনের বিস্ফোরক আইনের মামলা নং- ১২, তারিখঃ ১২/০৯/২০২৪ ইং। মামলার আসামীরা হলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০) পিতা- নৌশা মিয়া চৌধুরী, সাং- পশ্চিম তিলাপাড়া, থানা: ওসমানীনগর, বর্তমানে সাং-পাঠানটুলা, জেলা-সিলেট, হাবিবুর রহমান হাবিব (৫২), সাবেক সংসদ সদস্য, সিলেট-৩, সাং- কামালবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, শহীদুল ইসলাম চৌধুরী (৪০) সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের এপিএস, পিতা- মৃত নুরুন্নবী চৌধুরী, সাং- শিবগঞ্জ লামাপাড়া, থানা- শাহপরান, জেলা-সিলেট, নাজমুল ইসলাম (৩৫), পিতা- অজ্ঞাত, সভাপতি, জেলা ছাত্রলীগ, রাহেল সিরাজ (৩০) সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, সাং-বড়বাজার আম্বরখানা, দেবাংশু দাস মিঠু (৪০), সাধারণ সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক লীগ, দেলোয়ার হোসেন রাহি (৩০) সভাপতি, এমসি কলেজ ছাত্রলীগ, হাবিবুর রহমান হাবিব (২৬), সাধারণ সম্পাদক এমসি কলেজ ছাত্রলীগ, জাহাঙ্গীর আলম (৫০), কাউন্সিলর ৩৫ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, রুহেল আহমদ (৩২), কাউন্সিলর ৩২ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন ও সভাপতি, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ, তুহিন (৪৫), পিতা- মৃত আব্দুল ওয়াব, সাং-শিবগঞ্জ, থানা- শাহপরান, জুবের আহমদ (৪৫), সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের এপিএস, সাং-গলমুকাপন, থানা: ওসমানীনগর, সৈয়দ নাহিদ রহমান সাবিয়র (৩২), যুবলীগ নেতা, ২৪ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, পিতা- অজ্ঞাত, শাহীন আহমদ (৪৫) সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের পিএস, পিতা- অজ্ঞাত, সাং- গোলাপগঞ্জ, জান্নাতুল নাসরিন উর্মি (৩৫) সাধারণ সম্পাদক, ২১ নং যুব মহিলালীগ, সিলেট সিটি কর্পোরেশন, জাহেদ (৩৫) সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের এপিএস, পিতা- অজ্ঞাত, সাং- কামালবাজার, থানা- সুরমা, ছয়েফ খান (৫৫) সভাপতি, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সিলেট সিটি কর্পোরেশন, পিতা- অজ্ঞাত, আব্দুল্লাহ আল রহমান আজলা (২৮) সদস্য, মহানগর ছাত্রলীগ, সিলেট, পিতা- অজ্ঞাত, সাং- শিবগঞ্জ, থানা: শাহপরান, আবুল খায়ের (৩০) সদস্য, ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা- আব্দুল মুকিত, সাং- দেওয়ানের চক, থানা- শাহপরান, জেলা-সিলেট, আজিজুল হাকিম উরফে রাজু (২৮), পিতা- আব্দুল লতিফ, মাতা- হারুনুর নেছা, ঠিকানা: চারাদিঘীরপার, সিলেট, শাহবাজ খান প্রিয়ম (২৪), পিতা- আলম খান, মাতা- আলেয়া বেগম, ঠিকানা: চারাদিঘীরপার, সিলেট, সাইদ আহমদ (২৮), পিতা- অজ্ঞাত, ঠিকানা: চারাদিঘীরপার, সিলেট, মোহাম্মদ আবুল ফজল উরফে খোকন (৪৮), পিতা- মোঃ আব্দুল করিম, মাতা-নুরুনেছা বেগম, ঠিকানা: ৩৫ সওদাগরটুলা, সিলেট, শিপলু মিয়া (৩৬), পিতা- ইউনুস মিয়া, মাতা- ফাতেমা বেগম, ঠিকানা: ৪নং সওদাগরটুলা, সিলেট, সনি আহমদ (৩৭), পিতা- অজ্ঞাত, ঠিকানা: মীরবক্সটুলা, সিলেট, আকাশ, পিতা- আব্দুন নূর, ঠিকানা: চারাদিঘীরপার, সিলেট, দাউদ, পিতা- অজ্ঞাত, ঠিকানা: চারাদিঘীরপার, সিলেট, ২৭। আশরাফ খান (২৫), পিতা- শাহজাহান খান, মাতা- মিনু বেগম, ঠিকানা: ৬৯ আল আমিন, চারাদিঘীরপার, সিলেট, আইজল হোসেন (৩৫), পিতা- সফর আল, সাং- কৃষ্ণপুর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান সাং- পশ্চিম সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট, আশরাফুল ইসলাম শাবিয়র (৪৮), পিতা- মরহুম ফিরন্ন মিয়া, সাং- কে এম টিলা, মাইজগাঁও, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, জুবেদ আহমদ চৌধুরী শিপু (৪৫), পিতা- মরহুম সাজ্জাদ আলী চৌধুরী, সাং- নুরপুর উত্তর টিলা থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, সেবুল আহমদ উরফে সাগর (২৩) সভাপতি, ১৬নং ওয়ার্ড যুবলীগ পিতা- রফিক মিয়া, মাতা- ছালেহা বেগম, ঠিকানা: ৪ আল-আমিন, চারাদিঘীরপার, সিলেট, আব্দুর রহমান সুমেল (২২) সাধারণ সম্পাদক, ১৬নং ওয়ার্ড যুবলীগ, পিতা- বাদশা মিয়া, ঠিকানা: ৫৮ আল-আমিন চারাদিঘীরপার, সিলেট, জাকারিয়া আহমদ হারুন (৫৩), পিতা- হাজী কাপ্তান মিয়া, মাতা- হুরুন্নাহার বেগম, ঠিকানা: চারাদিঘীরপার, সিলেট, রুহান খান (২২), পিতা- আজাদ খান, মাতা- হাসনা বেগম, ঠিকানা: ৬৭ চারাদিঘীরপার, সিলেট, শাবাজ খান ইফাত (২৪), পিতা- আলম খান, মাতা- আলেয়া বেগম, ঠিকানা: চারাদিঘীরপার, সিলেট, জুয়েল (২৩), পিতা কাপ্তান মিয়া, সাং- শেখঘাট, থানা-কোতোয়ালী, জেলা সিলেট, আবজাল হোসেন (৪০), পিতা-মৃত আয়ান আলী, ¯’ায়ী ঠিকানা-গ্রামঃ বুধবাড়ী বাজার, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, দেলোয়ার হোসেন(৪০), পিতা-মৃত হারুনুর রশিদ, সাং-বলদী, থানা-দক্ষিণ সুরমা,
জেলা-সিলেট, জাহেদুল ইসলাম (২৪), পিতা মৃত ফজলুর রহমান, সাং-শিলাম, থানা- দক্ষিণ সুরমা জেলা-সিলেট, আব্দুল লতিফ @ লালা মেম্বার (৪৫), পিতা- মৃত বখন মিয়া, সাং-হিলালপুর, জৈন উদ্দিন (৪৫), পিতা-মৃত আঃ রহমান, সাং- বলদী, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, শাওন আহমেদ খান (২৮), পিতা: মৃত আব্দুল নুর খান, সাং- মোগলপুর, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা: সিলেট, ৪৩। জালাল আহমদ(৩৯), পিতা-মৃত মুসলিম আলী, সাং- কদমতলী, থানা: দøিণ সুরমা, সৈয়দ আনছার আলী (৩৩), পিতা-সৈয়দ সাঈদ আলী, সাং-মোহাম্মদপুর, থানা: মোগলাবাজার, জেলা: সিলেট, বাবুল মেম্বার (৪৮), পিতা-মৃত বতুল্লা, সাং- সাং- হকিয়ারচর, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, ৪৬। আল আমিন (২৭), পিতা-সুরুজ মিয়া, সাং- বরইকান্দি, থানা: দক্ষিণ সুরমা, ৪৭। ওসমান গণি (৩৪), পিতা-আলা উদ্দিন, সাং-কইকুড়ী, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট ৪৮। আতিকুর রহমান (৩৫), পিতা-ফজলুর রহমান, সাং-বলদী, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, নাজির উদ্দিন (৩২), পিতা-রহম আলী, সাং-কইকুড়ী, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, শাহ লোকমান (৩০) পিতা-ক্কারী এনায়েত উল্লাহ, সাং-বলদী, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট , দিলোয়ার (৩০), পিতা-কুদ্দুছ ,সাং-শিলাম, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট , ইমাম উদ্দিন (৪০) পিতা-মৃত আব্দুল ওয়াতির, সাং-মোহাম্মদপুর, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, ফয়জুল হক (৩৮), পিতা হাজী মবশ্বির আলী, সাং হিলালপুর, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, শাকিল আহমদ মান্না (৩০), পিতা-ফখরুদ্দিন আহমদ, সাং- কদমতলী, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট সহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জন।