• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে কাউন্সিলর তুহিনসহ ৮৮ জনের নামে মামলা

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
সিলেটে কাউন্সিলর তুহিনসহ ৮৮ জনের নামে মামলা

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের অব্যাহত আছে। রোববার (২২ সেপ্টেম্বর) মহানগর পুলিশের শাহপরাণ থানায় মামলা (নং২৬(০৯)২৪) দায়ের করেছেন নগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকার মো. আব্দুস সালাম। তিনি হচ্ছে ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা। মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। এদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সাথে জড়িত। রয়েছেন বরখাস্তকৃত সিটি মেয়র আনোয়ারুজ্জামানসহ একাধিক বর্তমান কাউন্সিলর। আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, সিলেট সিটি’র ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর তুহিন, সিলেটের বরখাস্তকৃত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুজ্জামানের পিএস সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, দেলোয়ার হোসেন রাহি, হাবিবুর রহমান হাবিব, ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ওয়াহিদুর রহমান, কাওসার, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মনিন্দ্র রঞ্জন দে, আফজল, সৈয়দ নাহিদ রহমান, শামীম ইকবাল, সাদিকুর রহমান আজলা, জান্নাতুল নাসরিন উর্মি, ছয়েফ খান প্রমুখ।   প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন