• ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চিকনাগুল ইউনিয়নে জামায়াতে ইসলামীর পবিত্র সিরাতুন্নবী সা. মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৪
চিকনাগুল ইউনিয়নে জামায়াতে ইসলামীর পবিত্র সিরাতুন্নবী সা. মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় চিকনাগুল বাজারে চিকনাগুল ইউনিয়ন জামায়াতের সভাপতি তোফায়েল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর এর আমীর হাফিজ আনোয়ার হোসেন খান।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচকের ছিলেন ,জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রিন্সিপাল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর এর সহ সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি,সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন।

অনুষ্ঠানে রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল ইসলাম, সেক্রেটারি গোলাম কিবরিয়া, সিলেট জেলা দক্ষিণ বায়তুলমাল সম্পাদক আব্দুল কুদ্দুস, জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রফিক আহমদ, ৫নং ফতেপুর ইউনিয়ন জামাতের সভাপতি হাঃ কামরুল ইসলাম বাবর, চিকনাগুল ইউনিয়নের সহসভাপতি শামিম আহমদ,
বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী ডাঃ আব্দুল হাদী চৌধুরী, সিদ্দিক আহমদ, জহির উদ্দিন,মাহমুদ,রাহাত,সালমান,বুরহান,শিহাব,সাইফুদ্দিন,ইমদাদ,ফেরদৌস,আল-আমিন, ইকবাল,কমর উদ্দিন,জুবায়ের আহমদ,সালেহ আহমদ প্রমূখ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন-হাফিজ মমতাজ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন