শিক্ষার্থীদের রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন।। খেয়ে মুগ্ধ অতিথিরা
২০০১ সালে প্রতিষ্ঠা লাভ করলেও নতুন আঙ্গিকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল যাত্রা শুরু করেছে এক মনোরম পরিবেশে গেল এক বছর থেকে।
নতুন করে স্কুলের পরিচালক হিসেবে শিক্ষিকা নুরজাহান আক্তার লাকি দায়িত্ব পাওয়ার পর বহুদূর এগিয়ে নিতে কাজ চলছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটিকে।
প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে শিক্ষার্থী বৃদ্ধি, শরীর চর্চা, খেলাধুলা, স্কাউটিং সহ মনোরম পরিবেশ এর পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার এর প্রতি মনোযোগ আকর্ষণ৷ করা হচ্ছে বিশেষভাবে।
এরই আলোকে ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল বৃহস্পতিবার সকাল থেকে আয়োজন করে স্বাস্থ্য মেলা ২০২৪ এর।
এত শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত খাবার নিজেরাই রান্না করে এনে বর্ণিল আয়োজনে উপস্থাপন করে। শিক্ষার্থীদের রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে মুখ হন অতিথি উপভোগকারীরা।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে আয়োজিত স্বাস্থ্য মেলায় প্রধান অতিথি ছিলেন সিলেট মদন মোহন কলেজের প্রফেসর সৈয়দ আব্দুল ওয়াদুদ,
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ সংসদ সিলেট মহানগর এর সাবেক কমান্ডার ও,সিলেট শিল্পকলা একাডেমির প্রধান প্রশিক্ষক
সংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা,
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রফিক আহমদ।
বর্ণিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক দি ডেইলি প্রেজেন্ট টাইম এর সিলেট করেসপন্ডেন্ট, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা কামাল আহমদ দুর্জয়, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কণ্ঠশিল্পী শ্যামল দেবনাথ, সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিলেটের অনলাইন জগতের জনপ্রিয় গণমাধ্যম কর্মী মামুন চৌধুরী,
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের পরিচালক শিক্ষিকা নুরজাহান আক্তার লাকি, প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা ফাহমিদা আক্তার, যুব সংগঠক নজরুল ইসলাম, নারী উদ্যোক্তা ও সংগঠক সালেহা বেগম, নারী উদ্যোক্তা ও সংগঠক রুজি বেগম,নারী উদ্যোক্তা ও সংগঠক সীমা রানী বিশ্বাস, প্রেস বিজ্ঞপ্তি